Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে গ্রামীনফোনের থ্রিজি টাওয়ার উদ্বোধন
মতলবে গ্রামীনফোনের থ্রিজি টাওয়ার উদ্বোধন

মতলবে গ্রামীনফোনের থ্রিজি টাওয়ার উদ্বোধন

চাঁদপুর মতলব দক্ষিণ দগরপুর বাজারে গ্রামীনফোনের থ্রিজি টাওয়ারের উদ্বোধন উপলক্ষ্যে বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার বর্ণ্যাঢ্য র‌্যালি, কেকা কাটা ও ‘সবার সেরা ট্রফি’ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউ) পিটার- বি ফারবার্গ কুমিল্ল রিজনের প্রথমস্থান অর্জনকরী ডিস্ট্রিবিউটর চাঁদপুরের সাগরিকা ইলেক্ট্রনিক্সে ইউনিট-থ্রিকে ‘সাবার সেরা ট্রফি’ তুলে দেন।

ট্রফি গ্রহণ করেন গ্রামীনফোনের ডিস্ট্রিবিউটর রোটা. মো. মিজানুর রহমান খান।

এইদিন কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিতে স্থানীয় শতশত গ্রামীনফোনের গ্রাহক স্বঃর্তফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউ) পিটার- বি ফারবার্গ এর নেতৃত্বে র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, হেড অব সার্কেল শাওন আজাদ, হেড অব রিজোয়ান আতিকুল ইসলাম, প্রধান নির্বাহীর সিএইড লিজা, এরিয়া ম্যানাজার হারুন মোস্তাফিজুর রহমান, সিনিয়র টিএম জাহিদুল ইসলাম, টিএম শাহরিয়ার হায়দারসহ কোম্পানীর অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও সাগরিকা ইলেক্ট্রনিক্সে ইউনিট-থ্রি’র প্রতিনিধিগণ।

এর আগে প্রধান অতিথি পিটার- বি ফারবার্গার মতলবদ দক্ষিণ পৌরসভার পাশে সাগরিকা ইলেক্ট্রনিক্সে ইউনিট-থ্রি কার্যালয় পরিদর্শন করেন এবং দায়িত্বরত কোম্পানীর প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার ছিলেন গ্রামীন ফোনের ডিস্ট্রিবিটর রোটা. মো. মিজানুর রহমান খান।

প্রসঙ্গত, সাগারিকা ইলেক্টনিক্স ইউনিট থ্রি কুমিল্লা রিজনের ৩৬টি হাউজকে পেছনে ফেলে প্রথম হওয়ায় গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানটি ‘সাবার সেরা ট্রফি’ প্রদান করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩৫ পিএম, ২২ মার্চ ২০১৭, বুধবার
এজি/এইউ

Leave a Reply