Home / জাতীয় / রাজনীতি / ইউ‌পি নির্বাচনে আ.লীগের প্রার্থী হ‌লেন যারা
ইউ‌পি নির্বাচনে আ.লীগের প্রার্থী হ‌লেন যারা
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

ইউ‌পি নির্বাচনে আ.লীগের প্রার্থী হ‌লেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নিম্নোক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

দলীয় মনোনয়ন পেলেন যারা

দিনাজপুর : ১. বিরল আজিমপুর ইউনিয়ন পরিষদ, মো. আব্দুল আউয়াল,২. বিরল ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ, মো. হুসেন আলী,৩. বিরল ইউনিয়ন পরিষদ, মো. মারুফ হোসেন

নীলফামারী:ডোমারপাঙ্গা মটুকপুর, মো. এমদাদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ:নাচোল ইউনিয়ন পরিষদ, মো. আব্দুস ছালাম

খুলনা:পাইকগাছা ইউনিয়ন পরিষদ, লতা দেবী রানী বিশ্বাস

সাতক্ষীরা : কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ, মোস্তফা কবিরুজ্জামান

যশোর :মনিরামপুর খেদাপাড়া ইউনিয়ন পরিষদ, মো. আব্দুল আলীম

বরিশাল: উজিরপুর ইউনিয়ন পরিষদ, জল্লা বেবী রানী দাস

ভোলা :বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়ন পরিষদ, মো. মানিক হাওলাদার

পিরোজপুর :ভান্ডারিয়া তেলিখালী ইউনিয়ন পরিষদ, মো. শামসুদ্দীন

গাজীপুর :কাপাসিয়া রায়েদ ই্উনিয়ন পরিষদ, মো. শফিকুল হাকিম মোল্যা হিরন

ফরিদপুর :১. মধুখালী নগরকান্দা ইউনিয়ন পরিষদ, দেলোয়ারা বেগম,২. ফরিদপুর সদর চাঁদপুর ইউনিয়ন পরিষদ, মোছা. শামসুন্নাহার,৩. মধুখালী নওপাড়া ইউনিয়ন পরিষদ, মো. হাবিবুর রহমান মোল্লা

শরীয়তপুর :১. ভেদরগঞ্জ কাচিকাটা ইউনিয়ন পরিষদ, আবুল হাশেম

মাদারীপুর :শিবচর চরজানাজাত ইউনিয়ন পরিষদ, জাহাঙ্গীর আলম রায়হান সরকার

নেত্রকোনা :খালিয়াজুরী কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দ মনিরুল ইসলাম

ময়মনসিংহ :১. নান্দাইল বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদ, আব্দুল মতিন,২. নান্দাইল চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ, মো. আবুল হোসেন

সুনামগঞ্জ:ছাতক সিংচাপইড় ইউনিয়ন পরিষদ, মো. আশিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া :১. বাঞ্ছারামপুর রূপসদী (পশ্চিম) ইউনিয়ন পরিষদ, মহসিন মিঞা,২. নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন পরিষদ, ছোয়াব আহমেদ হৃতুল

কুমিল্লা :বরুড়া গালিমপুর ইউনিয়ন পরিষদ, মো. রবিউল আলম

নোয়াখালী :সুবর্ণচর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, মো. আবুল কালাম

চট্টগ্রাম :১. ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দ ওসমান গণি বাবু, ২ ফটিকছড়ি খিরাম ইউনিয়ন পরিষদ, মুহাম্মদ শহীদুল আলম

খাগড়াছড়ি :মানিকছড়ি তিনটহরী ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ আবুল কালাম আজাদ। (জাগো নিউজ)

২৭ জানুয়ারি,২০১৯

Leave a Reply