Home / চাঁদপুর / চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছবক প্রদান
চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছবক প্রদান

চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছবক প্রদান

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শীক্ষার্থীদের সংবর্ধনা ও আলিম ১ম বর্ষের ছবক প্রদান বুধবার (৫ জুলাই) সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, আজকে তোমরা যে ছবক নিয়েছো তার অর্থ হলো জানা ও বুঝা। মনগরা কোন কিছুই বুঝার চেষ্ঠা করবে না। এই মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ভাই বোনের মতো সততার সহিত মিলে মিশে চলবে। তোমাদের জ্ঞান আহরণ করতে হলে মুখস্থ বিদ্যা দিয়ে চলবে না। পাঠ্য বইয়ের বাহিরেও সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তোমরা ভালো রেজাল্ট করলে আমরা তোমাদের নিয়ে গর্ব করতে পারি।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি প্রৌকশলী দেলওয়ার হোসেন। শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মোজাম্মেল হক।

নবাগত শিক্ষার্থীদেরকে ছবক পাঠ করান মাওলানা আব্দুল মান্নান।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ জসিম উদ্দিন।

শেষে মাদ্রাসা ভবনে সিসি ক্যামারা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব আবু নঈম পটওয়ারী দুলাল।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৪০ পিএম, ৫ জুলাই ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply