Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / আজ মতলবে দু’ইউপির নির্বাচন : নৌকার প্রার্থীরা বিনা ভোটেই নির্বাচিত
আজ মতলবে দু’ইউপির নির্বাচন : নৌকার প্রার্থীরা বিনা ভোটেই নির্বাচিত

আজ মতলবে দু’ইউপির নির্বাচন : নৌকার প্রার্থীরা বিনা ভোটেই নির্বাচিত

আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন ও গজরা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব প্রস্তÍুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।

এ দু’টির নির্বাচন নির্বাচন কমিশন কর্তৃক তফসি ঘোষণার ৬ষ্ঠ ধাপের নির্বাচন। এ দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কলাকান্দা ইউপিতে সাধারণ সদস্য পদে কলাকান্দা ইউপি নির্বাচনে ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ও ৩টি সংরক্ষিত মহিলা আসেন ২৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন। আর গজরা ইউপিতে ২৯ জন প্রার্থী সর্বমোট ৫৩ জন প্রার্থীর মধ্যে আজ ভোট গ্রহণ হবে।

এ নির্বাচনকে ঘিরে শুক্রবার বিকেলে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সরঞ্জামাদী প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

কলাকান্দা ইউপি নির্বাচনে ইতিমধ্যে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী আঃ ছোবহান সরকার সুভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫নং ওয়ার্ডে আঃ মোতালেব ও ৮নং ওয়ার্ডে মোঃ অলিউল্যাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কলাকান্দা ইউপি নির্বাচনে ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ও ৩টি সংরক্ষিত মহিলা আসেন ২৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।

তারমধ্যে সংরক্ষিত আসন-১নং ওয়ার্ডে ৩ জন,২নং ওয়ার্ডে ২জন, ৩নং ওয়ার্ডে ২ জন। সাধারণল সদস্য পদে ১নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন,৪নং ওয়ার্ডে ২জন,৬নং ওয়ার্ডে ৩নং ওয়ার্ডে ৩জন,৭নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন। কলাকান্দা ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৩শ’৩৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪হাজার ১শ’১৭ জন,মহিলা ভোটার ৪হাজার ২শ’১৮জন।

অপরদিকে গজরা ইউপি নির্বাচনে ইতিমদ্যে চেয়ারম্যান পদে মোঃ হানিফ দর্জি, সাধারণ সদস্য পদে (মেম্বার) ৪নং ওয়ার্ডে মোঃ শহীদ উল্যাহ ও ৭নং ওয়ার্ডে কবির হোসেন সাধারণ সদস্য (মেম্বার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এখন সংরক্ষিত আসন ১নং ওয়ার্ডে ৪ জন,২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন,৬নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৪শ’২০ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ১শ’৬৮ জন, মহিলা ভোটার সংখ্যা ৪ হাজার ২শ’৫২।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ৪ জুন ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply