Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান
motlob-uttor

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাতিঘাটা গ্রামের বেপারী বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ অনুদান প্রদান করেছেন।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তিনি প্রতিটি পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন।

এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে আরো আর্থিক সহযোগিতার ঘোষণা দেন মনজুর আহমদ।

এসময় মনজুর আহমদ বলেন, উপজেলা পরিষদ জনগনের পাশে আছে, সবসময় থাকবে। জনগনের সেবা করা পরিষদের গুরুত্বপূর্ণ কাজ। তাই আমরা সবসময় জনগনের সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। তিনি আপনাদের পাশে সবসময় ছায়ার মত আছেন। মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন ও ক্ষতিগ্রস্ত রহিমা বেগমকে সেলাই মেশিন প্রদানের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম সরকার, আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী মনজুর মোর্শেদ স্বপন, স্থানীয় ইউপি সদস্য শাহজাহান সরকার, ইউপি সদস্য দুলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা নাসরিন লাভলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ডাঃ কামাল হোসেন, সমাজসেবক হাসান সরকার, যুবলীগ নেতা ওমর ফারুক গফুর, সাবেক যুবলীগ নেতা মনির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা মো. বশির মিয়াজী প্রমুখ।

এদিকে শনিবার সকালে আওয়ামীলীগ নেতা ও সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী মনজুর মোর্শেদ স্বপন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রী-পিছ ও গামছা’সহ পরিধানের বস্ত্র অনুদান দেন।

এসময় তিনি সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টায় আব্দুলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি বসতঘর, ৩টি রান্নাঘর ও ১টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪টি পরিবারের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রতিবেদক-খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ২০ এএম, ২২ জানুয়ারি ২০১৭, রোবার
ডিএইচ

Leave a Reply