Home / উপজেলা সংবাদ / পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আলমগীর হায়দার
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আলমগীর হায়দার

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আলমগীর হায়দার

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর হায়দার খানকে শুক্রবার বাদ আছর শেষ পর্বের জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চাঁদপুরে তিন দফা জানাজা শেষে ফরিদগঞ্জের মূলপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকায়ও তিন দফা জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ জানান, ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বিএনপির কেন্দ্রেীয় কার্যালয় এবং রায়েরবাগে অনুষ্ঠিত হয় তার জানাজা।

এরপর শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে, বাদ জুমা ফরিদগঞ্জের এ আর স্কুল মাঠে এবং শেষ দফা বাদ আছর নিজ গ্রামের বাড়ি মূলপাড়া স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, আলমগীর হায়দার খাঁন বুধবার (১৩ এপ্রিল) রাত ১০ টা ১০ মিনিটে ঢাকার অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫, তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তিনি ২০০২ সালের ৭ ফেব্রুয়ারি ব্রেইন হ্যামারোজে (মস্তিস্কে রক্তক্ষরণ) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পারিবারের সেবায় ছিলেন। গত শুক্রবার (৮ এপ্রিল) শারীরীক অবস্থা খারাপ দেখে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে থাকার পর বুধবার রাতে মারা যান।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত আলমগীর হায়দার খাঁন জনগণের ভোটে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply