রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে মানবিক সংকটের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামি ৭ মার্চ সোমবার জরুরি বৈঠক করবে।
আজ শনিবার ৫ মার্চ টিআরটিওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক এএফপিকে বলেছেন, কাউন্সিলের ১৫ জন সদস্য একটি সম্ভাব্য খসড়া রেজুল্যেশন নিয়ে আলোচনার জন্য এ জরুরি বৈঠক করবে।
মেক্সিকো এবং ফ্রান্স এই জরুরি বৈঠকের প্রস্তাব করেছে। তারা একটি খসড়া রেজুল্যেশন তৈরি করছে। যেখানে ইউক্রেনে হামলা বন্ধ, নিরবচ্ছিন্নভাবে মানবিক সাহায্য সরবরাহ এবং বেসামরিক না নারিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।
মার্চ ৫, ২০২২
এজি