এক্সক্লুসিভ ডেস্ক :
কুষ্টিয়ার পান্না মাস্টার ও টুটুল ইঞ্জিনিয়ারের সাদা মনের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর কাহিনী। বিভিন্ন অনুষ্ঠানে মেয়েদেরকে এগিয়ে দেবার নামে ছাত্রীদের জিম্মি করে তাদেরকে ভোগ করার কাহিনী বেরিয়ে এসেছে।
কুষ্টিয়ার আলোচিত পান্না মাস্টার। ছাত্রীদের সাথে নগ্নতা ও অনৈতিক কাজের ভিডিও ধারণ করে তা আবার আমেরিকায় বিক্রি করে দিয়ে কোটি কোটিৱ টাকার মালিক বনে গেছে। সারাদেশে বিষয়টি নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু পান্না মাস্টারের আরেক সহযোগী টুটুল কিন্তু রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে..
বিস্তারিত ভিডিও দুটিতে দেখুন
https://www.youtube.com/watch?v=Z2JAhrMOjpI
panna master আরেকটি ভিডিও-
https://www.youtube.com/watch?v=P69r2l9V89M
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur