ফরিদগঞ্জ

‘পুলিশ পরিচয়ে’ অটোবাইকসহ চালককে তুলে নেয়ার অভিযোগ

চাঁদপুরে অটোবাইক সহ জিতু গাজী (৪০) নামের এক অটোবাইক চালক নিখোঁজ রয়েছে। তবে এটি কি অপহরন নাকি নিখোঁজ তা নিয়ে চিন্তিত অসহায় পরিবার।

৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় সে নিখোঁজ হয়।

নিখোঁজ জিতু গাজী চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বালিয়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে।

তার পিতা আমির হোসেন গাজী জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলে জিতু গাজী তার নিজের অটোবাইকটি নিয়ে প্রতিদিনের মতো জীবিকার জন্য বেরিয়ে পড়ে। বেলা ১২ টার দিকে হঠাৎ তারই ব্যবহৃত মোবাইল নম্বর থেকে জিতুর স্ত্রীর মোবাইল নম্বরে কল করে অপরিচিত ক,জন বলেন, পথচারীদের গায়ে অটোবাইক আঘাতের উপক্রম হওয়ার অপরাধে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশ আটক করে নিয়ে গেছে।

এ খবর পেয়ে তার পিতা এবং আত্মীয় স্বজনরা ফরিদগঞ্জ থানায় ছুটে যান। খবর নিয়ে দেখেন সেখানে থানা পুলিশ এমন কোন কাউকে ধরে নেননি বা এমন কোন ঘটনাই ঘটেনি। এছাড়াও গ্রামের বিভিন্ন ফাঁড়িতে ও তার খোঁজ নিয়েছেন। তারা কোথাও তার সন্ধ্যান পাননি।

তারা জানান, জিতু ওই নম্বরে কল ঢোকে ঠিকই কিন্তু কেউই তা রিসিভ করেননি। এজন্য এটি কি নিখোঁজ নাকি অপহরন এ নিয়ে খুবই চিন্তিত অসহায় পরিবার।

পরে তারা নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাতে চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। যার নং ৪২৩/ তারিখ ৭/১১/২০১৯ইং।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৭ নভেম্বর ২০১৯

Share