চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনকল্যাণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা পরিষদ।
জেলার মানুষকে নিয়ে ঐতিহাসিক এই বছরটি উদযাপন করবে চাঁদপুর জেলা পরিষদ। পরিষদ চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য থাকবে, আগামী অর্থবছরে আরো বেশি উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করা। প্রান্তিক মানুষের উন্নয়ন ও কল্যাণে এবং গ্রামীণ জনপদকে শহরে রূপদানে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করবে চাঁদপুর জেলা পরিষদ।
তিনি বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ জসিম, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না,
জেলা পরিষদ সদস্য যথাক্রমে মিনহাজ উদ্দিন খান, মোঃ আল-আমিন ফরাজী, নূরুল ইসলাম পাটওয়ারী, মোঃ মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন (সুমন), সাইফুল ইসলাম, রফিক আহমেদ তালুকদার, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ হুমায়ুন কবির মজুমদার, মোঃ তুহিন খান, মোঃ জোবায়ের হোসেন, মোঃ সালাউদ্দিন, মহিলা সদস্য যথাক্রমে মিসেস ইয়াছমিন, জোবেদা মজুমদার খুশি, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চ.দা.) শেখ মহিউদ্দিন রাসেল, প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান, একাউনটেন্ট ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের বিভিন্ন শাখার প্রধান।
প্রেস বিজ্ঞপ্তি
১১ জুলাই ২০১৯