Home / চাঁদপুর / ভুমি মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স : সচিব মাকসুদুর রহমান
land

ভুমি মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স : সচিব মাকসুদুর রহমান

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের অংশগ্রহনণ দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.মাকসুদুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন,‘চাঁদপুরের মানুষ চাঁদের মতো। তাই আমার মনে হয় এখানে কোনো দুর্নীতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভুমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পত্তির বিবরণ রয়েছে। যা অন্য মন্ত্রণালয়ের নাই। সেবা ছাড়া অন্য কোনো হিসাব এখানে চলবে না। ভুমি মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি নিয়ে কাজ করছে। ভূমি অফিসের কোনো কাজে রশিদ ছাড়া আপনারা কোন লেনদেন করবেন না। আপনারা সবাই এ মন্ত্রণালয়ের দূত হিসেবে কাজ করবেন। আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত দেশ গড়ি। সরকারের ভিশন বাস্তবায়ন করি।’

তিনি আরও বলেন,‘ সরকার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রাপ্তির চেয়ে দ্বিগুণ করে দিয়েছেন। তাই দুর্নীতি করবেন তো মরবেন। সৎ হওয়া কোনো গুণ নয়। তবে অসৎ, দুর্নীতিবাজ,খারাপ হওয়া দোষ। যদি নিজেদের মন মানসিকতা থাকে তাহলে ইউপি চেয়ারম্যানরা প্রতিটি ইউনিয়নকে সোনার ইউনিয়ন করতে পারেন। আপনারা সবসময় সেবার মনোভাব নিয়ে কাজ করবেন।’

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্ব এ সময় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার,চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.জামাল সালেহ উদ্দিন,ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান,বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল,রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ ১৫টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা অংশ নেয়। বিকেলের পর্বে আবার ১৫ টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা অংশ নেয়।

মাজহারুর ইসলাম অনিক, ১৯ সেপ্টেম্বর ২০১৯