Home / চাঁদপুর / আওয়ামী লীগ নেতা ইউনুছ মিয়াজির দাফন সম্পন্ন
আওয়ামী লীগ নেতা ইউনুছ মিয়াজির দাফন সম্পন্ন

আওয়ামী লীগ নেতা ইউনুছ মিয়াজির দাফন সম্পন্ন

চাঁদপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইউনুছ মিয়াজি আর বেঁচে নেই। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটের সময় তিনি শহরের পুরাণবাজার টিনপট্টি এলাকাস্থা তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭বছর।

বৃহস্পতিবার বাদ আসর পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমমতি করেন মুফতি শাহাদাত হোসেন কাশেমী।

নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, `চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং মরহুমের ছেলে বাদল মিজি। ‘

এসময় বক্তারা মরহুম ইউনুছ মিজির জীবন ও কর্মের গুণাবলি তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত বেহেস্ত কামনা করেন।

উপস্থিত ছিলেন, জেলা আয়ামী লীগের উপদেষ্টা বিল্লাহ আখন, আব্দুর রশীদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর চেম্বারের সভাপতি অালহাজ্ব জাহাঙ্গীর হোসেন আখন্দ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদ মাস্টার, পৌর আয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাকুল, পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি জসিম পাটওয়ারী সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।

এর আগে সকালেআ মরহুমের মৃত্যুর খবর শুনে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, আলহাজ্ব ইউনুছ মিয়াজি বর্ণাঢ্য এক কর্মময় জীবনের অধিকারি ছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, চাঁদপুর জেলা আওয়ামীলী গের উপদেষ্টা, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি, ১০নং সাখুয়া ইউনিয়নের (বর্তমান লক্ষিপুর মডেল ইউনিয়ন) ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান, পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের সাকেক সভাপতি ও সহ-সভাপতি। এছাড়াও তিনি চাঁদপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম
২৭ জুন ২০১৯