Home / চাঁদপুর / চাঁদপুর ইলিশ উৎসবে তরুণ লেখকদের সম্মাননা
chandpur
ফাইল ছবি

চাঁদপুর ইলিশ উৎসবে তরুণ লেখকদের সম্মাননা

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সপ্তাহব্যাপি ১০ম ইলিশ উৎসবে নির্বাচিত কবিতার জন্যে তরুণ লেখকদের সম্মাননা জানানো হয়।
বুধবার সন্ধ্যায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে উৎসবের ৩য় দিনে এ সম্মাননা জানানো হয়।

সম্মাননায় নির্বাচিত কবিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্রসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই নির্বাচিত লেখকদের ইলিশ বিষয়ক কবিতাগুলো দলগতভাবে আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শিল্পীরা।

সম্মাননা প্রাপ্ত তরুণরা হলেন-মাইনুল ইসলাম মানিক, রফিকুজ্জামান রণি,আশিক বিন রহিম,অয়ন সাইদ,মানিক দাস,মুকবুল হামিদ, সালাউদ্দিন ও আব্দুল রাজ্জাক প্রমুখ।

অতিথি হিসেবে ক্রেস্ট,সনদ পত্র ও উপহার তুলে দেন ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত,চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, গীতিকবি পীযূষ কান্তি রায় চৌধুরী, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামীম আহমেদ,মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সেলিম,কবি পরিষদের সভাপতি গোলাম আশ্রাফ খান উজ্জ্বল প্রমুখ।

প্রসঙ্গত,ইলিশ রক্ষার আন্দোলন হিসেবে চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সপ্তাহব্যাপি ইলিশ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ইলিশ উৎসবে নির্বাচিত কবিতার জন্যে তরুণ লেখকদের সম্মাননা দেয়া হয়েছে। ইলিশ উৎসবের স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ ফ্রুটিক্স ও প্রাণ সরিষার তেল।

করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০১৮,বুধবার
এজি

Leave a Reply