চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে রোকেয়া আক্তার ওরফে খুকু নামে এক নারী ৫শ ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই নুরুল ইসলাম ও এএসআই মঞ্জুরুল ইসলাম ৯ই জুলাই মঙ্গলবার (৯ জুলাই) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকা কালির বাজার রোডের কারির বাড়ির মোখলেছ মাস্টারের ভাড়াটিয়া বাসার ২য় তলা থেকে তাকে আটক করে।
রোকেয়া আক্তার ওরফে খুকু ফরিদগঞ্জ উপজেলার পাশ্ববর্তি রায়পুর থানার চরপাতা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল করিমের স্ত্রী। খুকুর বিরুদ্ধে রায়পুর থানায় ৩টি মাদক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব রোকেয়াকে আটককের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করা হয়েছে, আমি আশাকরি ফরিদগঞ্জ উপজেলার সচেতন জনগণ মাদক কারবারিদের বিরুদ্ধে সঠিক তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করবে।’
প্রতিবেদক- শিমূল হাছান
৯ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur