চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকার তাজমহল আবাসিক হোটেল থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মোতালেব (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১১ (কুমিল্লা)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ মে) আনুমানিক ভোর ৪:০০ টার দিকে র্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হোটেলে এসে আটক করে নিয়ে যায়।
এসময় তার কাছে রক্ষিত ১০হাজার ২ শত পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মিয়ানমারের বলে জানায়। তার পিতার নাম আফাজ উদ্দীন এবং মাতার নাম সায়েরা খাতুন। এবং তারা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন পাচুড়ীপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে।
এর আগে বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ১টায় কুমিল্লা জেলার চাপিলা পাড়া, চাপরান এলাকার আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব পরিচয় দিয়ে হোটেল ভাড়া এবং হোটেল কর্তৃপক্ষ তাকে ২১৬নং রুম ভাড়া দেয়।
হোটেল সূত্রমতে জানা যায়, আব্দুল মোতালেব একজন গাড়ি চালক হিসেবে পরিচয় দিয়ে হোটেল ভাড়া নেয় এবং কুমিল্লা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর আসে। কিন্তু দুর্যোগপূর্ণ আবাহাওয়া ‘ফণী’ সতর্কতায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় হোটেলে রাত্রি যাপন করে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০১৯