কুমিল্লায় র্যাবের এর অভিযানে ৯শ’ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারস্থ একটি সেলুনের সামনে থেকে তাদের আটক করে র্যাব-১১।
এএসপি প্রণব কুমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় রোববার এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কল্লাপাথর এলাকার মো. জহির ও কুমিল্লা কোতয়ালি থানার আশ্রাফপুর এলাকার শকিল।
এসময়ে তাদের কাছ থেকে ৯শ’ পিস ইয়াবাসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানায় , আটককৃতরা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল এবং জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে তারা বিভিন্ন ব্যক্তিদের সাথে মাদক ব্যবসার বিষয়ে যোগাযোগ করতো।
তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur