আসুন বায়ু দূষন রোধ করি” এ শ্লোগানে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০জুন) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য রালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি বক্তব্যে বলেন, সৌর জগতের একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী। কারন এখানে জীবের অস্তত্ব রয়েছে। আমরা ব্যক্তি পর্যায়ে পৃথিবীকে ধ্বংস না করলে পরিবেশ সুন্দর হবে। বায়ু দূষিত হলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে মানুষ। আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে অধিক গাছ রোপন করি, পরিবেশ রক্ষা করি।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন সনাক চাঁদপুরের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শাওন পাটওয়ারী।
প্রবন্ধ উপস্থাপনা করেন চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক রূপক রায়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur