কচুয়া

কচুয়ায় উপকারভোগী নারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশলা

চাঁদপুর কচুয়ায় গ্রামীন জনপদের গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে উপকারভোগী নারীদের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল কর্মসূচির আওতায় দিনব্যাপি সচেতনামূলক প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।রোববার(৩ মার্চ) কচুয়া পৌর মিলনায়তনে এ প্রশিক্ষনটির আয়োজন করা হয়।

কচুয়া পৌরসভার প্যালেন মেয়র বিলকিছ বেগমের সভাপতিত্বে ও অফিস সহকারী নাসির আলম নসু’র পরিচালনায় কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, কচুয়া পৌর সচিব জহিরুল আলম সর্দার, কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, শুয়ারুল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালনা ও সভানেত্রী মীরা রানী দাস, পরিচালক পুনীল বিহারী ও পিপলকড়া সুফিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী মোস্তফা কামাল।

কর্মশলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও মন্ত্রনালয়ের সহযোগীতায় ও স্থানীয় শুয়ারুল নারী উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষন কর্মশলাটি বাস্তবায়ন করেন। এসময় মহিলা কাউন্সির আমেনা বেগম, জোহরা বেগমসহ উপভোগী সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৩ ফেব্রুয়ারি,২০১৯

Share