Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / অফিস সহকারী ও ইউপি সচিবদের সরকারি পোর্টাল ও ই-নথি বিষয়ক প্রশিক্ষণ
wob-portal-e-nothi

অফিস সহকারী ও ইউপি সচিবদের সরকারি পোর্টাল ও ই-নথি বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সকল অফিস সহকারী, ইউনিয়ন পরিষদের সকল সচিব ও হিসাব সহকারীদের ওয়েব পোর্টাল এবং ই-নথি বিষয়ক প্রশিক্ষণ ২য় ব্যাচে দুইদিন ব্যাপি উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ।

এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য এর মাধ্যমে জানা যায়। যা জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভাল স্থান তৈরি করতে পারে। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে প্রশিক্ষণ নেয়া উচিৎ ।

সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগিতায় ২ দিন ব্যাপী ওয়েব পোর্টাল ও ই-নথির প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৫ জন প্রশিক্ষণাথী অংশগ্রহণ করেন।

ইউডিএফ রিপন আচায্যের পরিচালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ,পার্থ প্রতিম। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন।

প্রতিবেদক : আনোয়ারুল হক, ৩ অক্টোবর ২০১৯