Home / সারাদেশ / কোন দপ্তর কি সেবা দিচ্ছে তা আমাদের জানতে হবে-এডিএম আব্দুল্লাহ আল মাহমুদ

কোন দপ্তর কি সেবা দিচ্ছে তা আমাদের জানতে হবে-এডিএম আব্দুল্লাহ আল মাহমুদ

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জনগণের সেবা দ্রুততম তাদের দোরগড়ায় পৌছে দেয়াই আমাদের লক্ষ্য থাকতে হবে। কোন দপ্তর কি সেবা দেয় তা’আমাদের জানতে হবে। যদি না জানি তাহলে আমরা ঠিকমত সেবা পেতে পারবো না।’

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় কথা বলেন।

সদর উপজেলার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, মেডিকাল অফিসার ডা. গোলাম কাউছার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান সহ প্রমূখ।

আলোচনা শেষে জেলা সমাজ কল্যাণ পরিষদ তহবিল থেকে ৭ জন দুস্থ অসহায় গরীব জনগোষ্ঠীর মাঝে ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।  আলোচনার পূর্বে চাঁদপুর সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।সিনিয়র

সিনিয়র কররসপন্ডেন্ট
২৩ জুলাই ২০১৯

এজি