Home / চাঁদপুর / চাঁদপুরে সাপ্তাহিক শপথের প্রকাশনা উৎসব
weekly-sapath

চাঁদপুরে সাপ্তাহিক শপথের প্রকাশনা উৎসব

সাংবাদিক কাদের পলাশ সম্পাদিত সাপ্তাহিক শপথ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এসময় তিনি বলেন, পৃথিবীর অনেক জ্ঞানী-গুণী এবং বহু মনীষীরা ভালো কাজের মাধ্যমে তাদের সফলতা প্রমাণ করে গেছেন। তেমনি আমি মনে করি সাপ্তাহিক শপথ পত্রিকাটিও দক্ষ কাজের মাধ্যমে তার সফলতা অর্জন করবে।

পত্রিকার সংশ্লিস্টদের কাছে আমার অনুরোধ, মানুষ যেসব বিষয় গুলো জানতে চায় সেসব বিষয় গুলো তুলে ধরতে হবে। যেকোনো ভালো জিনিসই মানুষ খুঁজে বেড়ায়, মানুষ যখন সে ভালো জিনিস টি পেয়ে যায় তখন কিন্তু আর অন্যটার প্রয়োজন হয়না। তখন সেটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকে।

তিনি আরো বলেন, অন্যান্য খবরের পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ বিষয়ে ও লিখতে হবে। আপনাদের খবর যেন সত্যের সত্যকে খুঁজে এনে প্রকৃত সত্য তুলে ধরে। বহু পত্রিকার ভিড়ে সাপ্তাহিক শপথ পত্রিকাটি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তার সফলতা অর্জন করবে এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মইনুল হাসান, শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্র ধর।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সাপ্তাহিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশ। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, রহিম বাদশা চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, পুরান বাজার ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারী, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাদাত হোসেন শান্ত প্রমুখ।

এসময় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অন্যান্য সাংবাদকর্মী এবং শপথ পত্রিকার বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি, ২৬ আগস্ট ২০১৯