এক মাস সিয়াম সাধনা শেষে বুধবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে আনন্দের উল্লাস। তবে রাজধানীসহ কিছু জেলার ঈদের এই আনন্দ মাটি করে দিয়েছে বৃষ্টি।
বুধবার (৫ জুন) সকাল ৬টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
ইতিমধ্যে সকাল থেকে রাজধানী বৃষ্টি হচ্ছে। সারা দিনই চলতে পারে বৃষ্টির খেলা।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। রোদ উঠলেও বিকালের পরে আবার আকাশে দেখা যাবে মেঘের ঘনঘটা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়েই সকাল থেকে বৃষ্টি হবে। তবে, দেশের তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক।
তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে সকালে নাহলেও, দুপুরের পর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বিকালে এসব এলাকায় রোদের দেখা মিলবে। ফলে, ঈদের দিন সারাদেশেই চলবে মেঘ-বৃষ্টি ও রোদের খেলা।
আবহাওয়া ডেস্ক
৫ জুন ২০১৯