চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন,‘সমাজের দুর্বল ও অসহায়দের পাশে সবাইকে দাঁড়াতে হবে। প্রতিনিয়ত আমাদের সামনে দুর্বল ও অসহায় মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটছে। তা’বন্ধ করতে হবে।’
রোববার (১০ মার্চ)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘সোশ্যাল মিডিয়ার ফেসবুকের কল্যাণে আজ অবহেলিতদের অনেক তথ্য মূহুর্তে মধ্যেই পাওয়া যাচ্ছে। যে অসহায় সে অপরাধী না হয়েও তাকে সত্যিকারের অপরাধীরা অপরাধী সাজাচ্ছে। আর অর্থ বিত্তের বলে অপরাধীরা অনেক সময় থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বর্তমান সরকার এসব বন্ধ করতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
তিনি বলেন,‘সদর হাসপাতালে রোগীদের পানি সংকটসহ যাবতীয় সমস্যা সমাধান করতে হবে। যে কোনো অপরাধমূলক কর্মকান্ডের হাত থেকে হাসপাতাল এরিয়াকে রক্ষা করতে সি সি ক্যামেরার সঠিক ব্যবহার করতে হবে।’
তিনি জাটকা প্রসঙ্গে বলেন, ‘রাজরাজেশ্বর এলাকার জেলেরা সরকারি নিয়ম না মেনে নদীতে জাটকা ধরতে নামার খবর পাওয়া যাচ্ছে। পরিকল্পনা মাফিক ওই এলাকার অসাধু জেলে ও সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে।এসব চললে জেলেদের সব সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে।’
এ সময় তিনি মহান স্বাধীনতা দিবস উদযাপনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ সিন্ধান্ত ও নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বিগত মাসের কার্যবিবরণী পাঠ ও পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,সিভিল সার্জন ডা.এ কে এম মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ,জেলা পরিষদ সচিব মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আনয়ারুল আজীম, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : আনোয়ারুর হক
১০ মার্চ ২০১৯