চাঁদপুরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসারদের শুক্রবার দিনব্যপি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন , ‘পৃথিবীবে নির্বাচন সম্পর্কে অনেক গবেষণা হয়েছে। অনেক পরিবর্তন,পরিববর্ধন বা বিয়োজন হয়েছে। আপনার ক্ষমতা ও করণীয় আইন দেয়া আছে। পরিস্থিতি বুঝে দায়িত্ব পালন করবেন ও প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। নির্বাচনের দিনটি যেন আমরা ভালোভাবে অতিক্রম করতে পারি। ’
চাঁদপুরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসারদের শুক্রবার (১৫ মার্চ) ৯ টায় শুরু হওয়া দিনব্যাপি প্রশিক্ষণের প্রাম্ভবিক সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
বিশেষ অথিতি ছিলেন চাঁদপুর সদরের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এছাড়াও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন , ফেণি জেলার নির্বাচন কর্মকর্তা মো.নাছির উদ্দিন, বি,বাড়িয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো.হেলাল উদ্দিন । বিভিন্ন উপজেলার নির্বাচন নির্বাচন কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পারন করেছেন।
চাঁদপুর সদরের ১ হাজার ১শ ব্যাংক কর্মকর্তা,শিক্ষা অফিসারগণ,স্কুল, কলেজ, মাদ্রাসর প্রতিষ্ঠান প্রধানগণকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং হিসেবে শুক্রবার ১৫ মার্চ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রাপ্ত তথ্য মতে, ১৮ মার্চ মতলব উত্তর এবং ১৯ মার্চ মতলব দক্ষিণ উপজেলার প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ শুরু হবে ।
প্রসঙ্গত , জেলার ব্যাংক কর্মকর্তা,শিক্ষা অফিসারগণ,স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং, প্রতি কক্ষে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন। ফলে চাঁদপুরের ৭ উপজেলায় ৬ শ ৪৮টি কেন্দ্র , ৪ হাজার ৮৭ টি কক্ষ বা বুথ থাকবে। পুলিশ বিভাগের প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার বিডিপি সদস্যগণ কেন্দ্র নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ।
শুক্রবার (১৫ মার্চ ) চাঁদপুরে জেলার হাইমচর ব্যতীত ৭ উপজেলায় ‘ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ’ ৬’শ ৪৮ কেন্দ্রে ১৭ লাখ ২৭ হাজার ৩ শ’ ৩৪ জন ভোটার রোববার (২৪ মার্চ) ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতিবেদক : আবদুল গনি
১২ মার্চ ,২০১৯