Home / চাঁদপুর / চাঁদপুর বালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Water-Death
প্রতীকী ছবি

চাঁদপুর বালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে মুশফিকা নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার(৫ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুশফিকা ওই গ্রামের মোঃ মনির হোসেনের শিশুকন্যা।

স্বজনরা জানায় রোববার দুপুরে সে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে গিয়ে বাড়িতে থাকা পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে স্বজনরা তাকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সব শেষে তারা ওই পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে।

তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
৫ মে ২০১৯