চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়িতে কর্মরত (এসআই) মো. মোবারক হোসেনের ছেলে মেহেদী হাসান (১৩) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। গত বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের মাদ্রাসা সংলগ্ন পুকুরে ডুবে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে মেহেদী হাসান বাড়ীর পাশে অন্যান্যদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে আকস্মিক ভাবে ডুবে যায়, পরে তার লাশ খোজাখুজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের জানাজা শেষে ওই দিন রাতে জয়নগর পাঁচকিত্তা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মেহেদী হাসান গত কয়েক মাস যাবৎ তার বাবা মোঃ মোবারক হোসেনের কর্মস্থল কচুয়া উপজেলার সাচারে তার মা জেসমিন আক্তারের সাথে থাকতো। গত ৩-৪ দিন পূর্বে মায়ের সাথে দাদার বাড়ীতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যান। দাদার বাড়ীতে যাওয়াই কাল হলো মেদেহী হাসানের।
নিহতের হতভাগা বাবা এসআই মো. মোবারক হোসেন জানান, ছেলেটি আমার অতি আদরের মানিক ধন ছিলো। আমি তার মৃত্যুর বিষয়টি কোন ভাবে মানতে পারছি না।
এদিকে এসআই মোবারক হোসেনের জ্যৈষ্ঠ সন্তান মেহেদী হাসানের মৃত্যুকে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া থানার ওসি মোঃ ওয়ালি উল্লাহ অলি, থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান কামাল, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, কচুয়া উপজেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, আলোর মশাল সামাজিক সংগঠনের সভাপতি আবু সামেয় মৃধাসহ অন্যান্য সংগঠনের লোকজন শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমদ নান্নু