Home / চাঁদপুর / চাঁদপুরের সড়কে চাঁদাবাজ মুক্ত পরিবেশ উপহার দিতে চাই : এসপি জিহাদুল কবির
চাঁদপুরের সড়কে চাঁদাবাজ মুক্ত পরিবেশ উপহার দিতে চাই:এসপি জিহাদুল কবির

চাঁদপুরের সড়কে চাঁদাবাজ মুক্ত পরিবেশ উপহার দিতে চাই : এসপি জিহাদুল কবির

চাঁদপুর পুলিশ লাইনস কর্তৃক আয়োজিত কর্মশালায় চালকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের ধান অতিথি পুলিশ সুপার এসপি জিহাদুল কবির বলেন,‘পত্রিকায় দেখেছি চাঁদপুরে এক বছরে প্রায় ৫০ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইন আছে। তা আপনাদেরকে মানতে হবে। চালকের ভুল সিদ্ধান্তের কারণে অনেকগুলো প্রাণ ঝরে যেতে পারে। এ ক্ষেত্রে আপনাদের অধিকতর সতর্ক হতে হবে। অন্যদিকে চাঁদপুরের সড়কগুলোকে চাঁদাবাজ মুক্ত পরিবেশ উপহার দিতে চাই।’

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পেশাদার চালকদের মাননোয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ফয়সাল আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

তিনি আরো বলেন ,সড়কে পথচারীরা অস্বাভাবিক আচরণ করতে পারে। আপনি তখন হেয়ালি করতে পারবেন না। কারণ আপনার জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িত।একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যেন সেই কান্না দেখতে না হয়। চাঁদপুরের সড়কে চাঁদামুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ট্রাফিক ইন্সপেক্টর মো.ইস্রাফিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বিআরটি এর পরিদর্শক মো.জিয়া উদ্দিন,চাঁদপুর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুক।

কর্মশালায় পেশাদার প্রায় শতাধিক চালক অংশ গ্রহণ করেন। চালকরদের পক্ষে কয়েকজন বিভিন্ন আইন ও নিয়ম সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন এবং তাদের অভিমত প্রকাশ করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুরাই ২০১৯