চাঁদপুর সদর ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া বাজারে ফের দুর্বৃত্তের হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।
গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে বাজার এলাকা ও ওয়াপদার ওপর নিরীহ ব্যবসায়িদের প্রায় ২০টি মতো দোকান ভাংচুর করা করেছে। এই হামলায় রক্ষা পায়নি স্থানীয় যুবলীগের অফিসও।
হামলার খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল ও সদর মডেল থানা পুলিশ আজ ঘটনাস্থল বহরিয়া বাজার পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে নির্বাচন পরবর্তী এই সহিংস ঘটনায় বাজারের ব্যবসায়িরা আতংকিত হয়ে পড়েছে। এর আগেও দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বাজারের অনেকগুলো দোকান হামলার শিকার হয়েছে।
শান্তিপূর্ণভাবে বাজারে ব্যবসা করতে এবং ওই এলাকার শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দরকার বলে মনে করেন ভোক্তভুগিরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম
৩ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur