আগামী ২২ জুন চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৩৪৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬২২৭জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৯২ হাজার ৪শ’ ৯৮জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে জেলা সদরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।
বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক ডাঃ গোলাম কাউছার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
প্রতিবেদক- আশিক বিন রহিম
২০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur