ফরিদগঞ্জ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ফরিদগঞ্জে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জে ডিজিটাল পদ্ধতিতে গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া একই অনুষ্ঠান থেকে আন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

১৩ই অক্টোবর রোববার সকালে উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মো. মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান মিটু, মো. সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান আবদুল গনি বাবুল পাটওয়ারী, মাওলানা শরাফত উল্যা, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহামে¥দ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা মো. আকবর হোসেন মনির, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুর্ফিয়ান (শাহিন), যুগ্ন আহবায়ক মো. হেলাল উদ্দিন, আওয়ামী নেতা এস. এম জসিম উদ্দিন মিন্টুসহ প্রমুখ।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৩ অক্টোবর ২০১৯

Share