চাঁদপুর

ঈদের আগেই চাঁদপুরে এক লক্ষাধিক পরিবার ভিজিএফ চাল পাবে

আসন্ন পবিত্র রমযান ও ঈদুল-উল ফিতর উপলক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাঁদপুর জেলায় ১ লাখ ১ হাজার ২শ ২৫টি পরিবার ১৫ কেজি করে চাল পাবে। চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন শাখা ১ হাজার ৫শ ১৮ দশমিক ৩ শ ৭৫ মে. টন চাল বরাদ্দ দিয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন শাখা সোমবার (২৭ মে) চাঁদপুর টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮৯ টি ইউনিয়নে ৭০ হাজার ৪ শ ১৮ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ হাজার ৫৬ দশমিক ২ শ ৭০ মে.টন। জেলার ৭ পৌরসভায় ৩০ হাজার ৮ শ’৭টি কার্ডের বিপরীধে ৪শ ৬২ দশমিক ১শ ৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।এ বরাদ্দ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্ব স্ব উপজেলা ও পৌরসভায় নির্দেশ দেয়া হয়েছে।

এ বরাদ্দ আসন্ন পবিত্র রমযান ও ঈদুল-উল ফিতর উপলক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় বন্যাক্রান্ত, দুর্যোগক্রান্ত, দু:স্থ, অসহায় বা অতিদরিদ্র ব্যাক্তি বা পরিবারের মধ্যে বিতরণের নির্দেশনা রয়েছে।

তথ্য মতে, চাঁদপুর সদরে ১০ হাজার ৯শ৭৭ কার্ডের বিপরীতে ১শ ৬৪ দশমিক ৬শ৫৫ মে.টন এবং চাঁদপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১ কার্ডের বিপরীতে ৬৯ দশমিক ৩শ ১৫ মে.টন চাল,
হাইমচরে ৩ হাজার ২শ ৮১ কার্ডের বিপরীতে ৪ ৯ দশমিক ২শ ১৫ মে.টন চাল ,

ফরিদগঞ্জে ৯ হাজার ৮ শ ৮৫ কার্ডের বিপরীতে ১শ ৪৮ দশমিক ২শ ৭৫ মে.টন এবং ফরিদগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২শ ১৫ মে.টন চাল,

হাজীগঞ্জে ৯ হাজার ৬ শ ২২ কার্ডের বিপরীতে ১শ ৪৪ দশমিক ৩শ ৩০ মে.টন এবং হাজীগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২শ ১৫ মে.টন চাল,

কচুয়ায় ১২ হাজার ৬ শ ৯৩ কার্ডের বিপরীতে ১শ ৯০ দশমিক ৩শ ৯৫ মে.টন এবং কচুয়া পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২শ১৫ মে.টন চাল,

মতলব উত্তরে ৭ হাজার ৭ শ ৬৫ কার্ডের বিপরীতে ১শ ১৬ দশমিক ৩শ ৪০মে.টন এবং ছেঙ্গারচর পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২ শ ১৫ মে.টন চাল,

মতলব দক্ষিণে ১০ হাজার ২ শ ৮৫ কার্ডের বিপরীতে ১শ ৫৪ দশমিক ২শ ৭৫ মে.টন এবং মতলব পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২ শ ১৫ মে.টন চাল,

শাহরাস্তিতে ৫ হাজার ৯ শ ১৯ কার্ডের বিপরীতে ৮৮ দশমিক ৭শ ৮৫ মে.টন এবং শাহারাস্তি পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১ কার্ডের বিপরীধে ৪৬ দশমিক ২শ১৫ মে.টন চাল এরইমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়,অতিদরিদ্র,অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় সরকার এবারও ভিজিএফ খাদ্যশস্য সহায়তা কার্ডের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঈদের আগেই এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি ভিজিএফ কার্ডের বিপরীতে ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। অতিদরিদ্র,অসহায় ও দুঃস্থ পরিবার চিহ্নিত করার জন্য যে দেয়া হয়েছে এর মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পুরণ করতে হবে।

প্রতিবেদক : আবদুল গনি
মে ২৭,২০১৯

Share