চাঁদপুর

চাঁদপুরে দু’ইউনিয়নের আড়াই শতাধিক ভাতা বই বিতরণ

‘শেখ হাসিনার অবদান, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা প্রদান’’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নের আওতাধুক্ত সমাজসেবা অধিদফতরাধীন বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী মোট ২শ’ ৬১ টি ভাতার বই বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীলীগ সভাপতি মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বয়স্ক ভাতা চালু করেন। বিনা খরচে আজ ভাতা প্রদান করা হচ্ছে। কোথায়ও কোন টাকা প্রদান করা লাগে না। এ বিষয়ে যদি কারো কোন অভিযোগ থাকে, তাহলে আমাদেরকে জানান। আমরা ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়নো। কোন জনপ্রতিনিধি যদি অসহায় ও দুঃস্থ মানুষের বরাদ্দকৃত চাল, টাকা আত্মসাৎ করেন। তাহলে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিকতা করতে হবে। ডাঃ দীপু মনি এমপির মত সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব আমাদের আছে। এটাই আমাদের বড় পাওয়া। আসুন আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে একটি দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে কাজ করি।

শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম দুলু মোল্লা।

এ সময় ইউনিয়নের মোট ১শ’ ৩৪টি ভাতার বই বিতরণ করা হয়। এর মধ্যে বয়স্ক ৮৯টি, বিধবা ১৮টি ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার ২৭ টি বই বিতরণ করা হয়।

পরে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রাকিবুল হাসান খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন। এ সময় ইউনিয়নের মোট ১শ’ ২৭টি ভাতার বই বিতরণ করা হয়। এর মধ্যে বয়স্ক ৮৩টি, বিধবা ১৯টি ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার ২৫ টি বই বিতরণ করা হয়।

Share