চাঁদপুর

চাঁদপুরে ইউপি স্থায়ী কমিটির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহীমূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি ইউনিয়ন পরিষদের ছয়টি স্থায়ী কমিটির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান ।

জেলা প্রশাসনের বাস্তবায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে ওস্থানীয় সরকার ইএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটট নুর উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মডেল থানার পুলিশ কর্মকর্তা আব্দুর রব, আনসার ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:সুবোধ কুমার ,সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম প্রমুখ।

তিন দিনব্যাপি প্রশিক্ষণে তিন ব্যাচে সদর উপজেলার রামপুর, বাগাদী, হানাচর ইউনিয়ন পরিষদের ছয়টি স্থায়ী কমিটির ৯০ জন সদস্য, ৩ জন সচিব, গ্রামপুলিশ পৃথক পৃথক ব্যাচে অংশগ্রহণ করেন।

Share