চাঁদপুরে কার্যকর ও জাবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)”প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সচিবদের দিনব্যাপী উন্নত তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ মে) সকালে চাঁদপুর সার্কিট হাঊজের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।
তিনি বক্তব্যে বলেন পৃথিবীতে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সকলের কাজ করতে হবে। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সততা আর নিষ্ঠা নিয়ে কাজ করলে আমরা কেউ হারবো না।
স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও ইএএলজি”প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সহকারি প্রোগ্রামার হারুনুর রশিদ প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক- আনোয়ারুল হক
৩০ মে ২০১৯