Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নবাগত ইউএনও দীপায়ণ দাস শুভর যোগদান
uno-dipayon-dash-shuvo

কচুয়ায় নবাগত ইউএনও দীপায়ণ দাস শুভর যোগদান

চাঁদপুরের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দীপায়ণ দাস শুভ যোগদান করেছেন। গতকাল রবিবার সকালে যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী আনোয়ারুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা গেছে,নবাগত ইউএনও দীপায়ণ দাস শুভ (৩১তম বিসিএস) বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে কচুয়ায় বদলি হয়ে এসেছেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

তিনি ২০১৩ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস এসোসিয়েশনে যোগদান করেন।

প্রসঙ্গত, গত ৩১ আগষ্ট কচুয়া উপজেলা থেকে পদোন্নতি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি হন কচুয়ার প্রাক্তন ইউএনও নীলিমা আফরোজ এবং ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।

১৪ সেপ্টেম্বর রুমন দে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং তারপর থেকে অতিরিক্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এদিকে কচুয়ার নবাগত ইউএনও দীপায়ণ দাস শুভ নয়া এ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে কচুয়ার সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন দেখুন- কচুয়ায় প্রশাসনের ২১২ পদে জনবল শূন্য : দু’মাস ধরে নেই ইউএনও

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ৪ নভেম্বর ২০১৯