সারাদেশ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সম্মেলনের তারিখ নির্ধারণ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সভা গত ১৯ অক্টোবর বিকাল ৩টায় ঢাকা নয়াপল্টনে কুষ্টিয়া শেখ সাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভা থেকে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়। এছাড়াও সম্মেলন সফল করতে ৯ নভেম্বর পরবর্তী সাধারণ সভার আহ্বান করা হয়।

এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ইউনিট আইন কার্যকর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সন্মানীভাতা বৃদ্ধিসহ ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহমেদ পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে সাইফুজ্জামান সেতু, লক্ষ্মীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে শেখ মজিবুর রহমান, নওগাঁ জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে কামরুল আলম বাদল, হাজিগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষে সফিকুল ইসলাম,

ঠাকুরগাঁও জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে শাহজালাল সরকার, খাগড়াছরি জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে প্রগ্রান জুতি চাকমা, সিলেট জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে লৎফুর রহমান, রংপুর সদর উপজেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে আমিনুর রহমান, গাইবান্ধা জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে মো. আশ্রাফ আজিম, টাঙ্গাঈল জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে বাদশা মিয়া, ভোলা জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে এম এ কাসেম,

মৌলভীবাজার জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে আলী বাকের খান, ফরিদপুর জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে পরিমাল চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে মো. আব্দুল মোতালেব খান, যশোর জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে আবু তাহের আবুল সর্দার, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে মো. ফারুক পাঠান, কুমিল্ল লাকসাম উপজেলা ইউপি চেয়ারম্যানদের পক্ষে মো. আলী আহমেদ প্রমুখ। সভায় চাঁদপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট, ২১ অক্টোবর ২০১৯

Share