ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ওরপে সোহেলকে বিজয়ী করার লক্ষ্যে বুধবার (১৮ জুলাই) নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়।
কালীর বাজার মিজানুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় ইউনিয়ন আ‘লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, নৌকার প্রতীকের প্রার্থী সাইফুল আলম সোহেল,সম্ভাব্য মেয়র প্রার্থী মো.মনির হোসেন ও আ‘লীগ নেতা মো.বিল্লাল হোসেন প্রমূখ।
মো.শিমুল হাছান
১৮ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur