ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর বৃষ্টি মানেই এখন জনজীবনে ভোগান্তি। তবে বৃষ্টির দেখা পেয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠে কিছু শ্রেণি পেশার মানুষের। এদের মধ্যে একটি পেশা হলো ছাতা মেরমতকারী। বৃষ্টিময় দিনে ভাঙা ছাতা ঠিক করেই সংসার চলে তাদের।
বৃষ্টি হলেই বেশিরভাগ মানুষ ছাতা ব্যবহার করেন। ফলে বৃষ্টির সময় ছাতা মেরামতের জন্য বেড়ে যায় গ্রাহকের সংখ্যা। এজন্য বৃষ্টিস্নাত দিন মানে ছাতা মেরামতকারী জন্যে হাজার টাকা আয় আর ভালোমন্দ খাওয়া দাওয়া।
তবে বর্ষার দিনে একসময় দেশের সর্বত্র চোখে পড়তো ছাতা মেরামত কারীদের এমন দৃশ্য। কিন্তু কালের বির্বতনে এখন আর ছাতা মেরামত করার এমন দৃশ্য তেমন চোখে পড়ে না।
শনিবার (৪ মে) চাঁদপুর শহরে রেলওয়ে কোট স্টেশনে বাচ্চু মিয়া (৫৫) নামের এই ছাতা মেরামত কারীকে বিভিন্ন জনের ছাতা মেরামত করতে দেখা যায়। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে তিনি কুমিল্লা জেলা থেকে চাঁদপুরে এসেছেন। একেকটি ছাতা মেরামত করতে তিনি ৫০ থেকে ৬০ টাকা করে মুজরি নেন।
আর এই ছাতা মেরামতের কাজ করেই তার সংসার চলে। বাচ্চু মিয়ার বাড়ি কুমিল্লা জেলার আখাউড়া থানার গঙ্গাসাগর গ্রামে। তার সংসারে স্ত্রী এবং ৩ ছেলে ১ জন কন্যা সন্তান রয়েছে। প্রায় ২৫/৩০ বছর ধরে এভাবেই ছাতা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন বাচ্চু মিয়া।
ছবি ও প্রতিবেদন- কবির হোসেন মিজি।