আমরা নিজেরা নিজেদের মান সম্পর্কে অসচেতন: জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো: মাজেদুর রহমান খান বলেছেন, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা আমাদের মান কতোটুকু সেটা ঠিকমত মাপতে পারছি না। আমরা আমাদের নিজেদের মান সম্পর্কে অসচেতন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তারুন্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি এই শ্লোগান নিয়ে মাসব্যাপী উদ্যাক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারত, চীন, ভিয়েতনাম গেলে বুঝা যায় আমাদের দূর্বলতার কথা।
তিনি আরো বলেন, সমাজে দুইটি উপায়ে বা দুইরকমের দক্ষতায় টাকা আহরন করা যায়। একটি হচ্ছে নিজের কৌশল বা বুদ্ধি খাটিয়ে আরেকটি হচ্ছে বাঁকা পথের মাধ্যমে। তবে বাঁকা পথের মানুষদের সমাজের সাদাসিধে আলোতে সমর্থন পায় না।
তিনি প্রশিক্ষন নিতে আসা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে এই প্রশিক্ষনে বিশেষ কোন যাদু শেখানো হবে না, তবে ঠিকমত এই প্রশিক্ষনে আপনারা অংশ নিলে আপনারা একেকজন মহান যাদুকর হতে পারবেন। সেশনে যা প্রশিক্ষন দেয়া হবে তা আপনারা পুরোপুরিভাবে নিজের আয়ত্তে নিবেন। তাহলে আপনারা অবশ্যই সাফল্য পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইসডিপি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর জেলা প্রশিক্ষক মো: তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বিভিন্ন উদ্যেক্তাদের পরিচিতি পর্ব হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১২ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur