কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় জেএমআই নামক একটি সিরিঞ্জ ফ্যাক্টরীর পাশ ও সুজাতপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এরমধ্যে সিরিঞ্জ ফ্যাক্টরীর পাশ থেকে উদ্ধার করা ব্যক্তিকে (৩৫) অন্যত্র হত্যা করে মরদেহ এখানে ফেলে যায় দূর্বৃত্তরা। মরদেহের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।
এদিকে সুজাতপুর এলাকা থেকে উদ্ধার ব্যক্তি (২২) দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা করেসপন্ডেন্ট
২০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur