চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শাহারাস্তি ও বিকেলে হাইমচরে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে শাহারাস্তি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হাজী বাড়ির মো. জামাল হোসেনের দু’বছর বয়সী শিশু আহাদ হাসান রাফি সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ডোবায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর,ঘটনাটি ঘটে হাইমচর উপজেলার দক্ষিন আলগীস্থ হাজী বাড়ির আতিকুল রহমানের ১০ বছর ৪ মাস বয়সের শিশুপুত্র আবদুল্লাহ পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।সোমবার বিকেলে বাড়ির পুকুরপাড়ে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের অগচরে পানিতে পড়ে যায় আবদুল্লাহ।
বাড়ির সকলে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরপাড়ে খুজতে গিয়ে দেখেন শিশু আবদুল্লাহ পুকুরের পানিতে ভাসছে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করেসপন্ডেট
১২ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur