Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মোটর সাইকেল চুরির অভিযোগে দু’জন আটক
two-arrested-on-charges

ফরিদগঞ্জে মোটর সাইকেল চুরির অভিযোগে দু’জন আটক

ফরিদগঞ্জে মোটর সাইকেল চুরির অভিযোগে দু’জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ । এরা হলেন ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো.শরিফ (২৮) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আ.হামিদ (৩০)।

এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া এইচ পাওয়ার মোটর সাইকেল উদ্ধার করে এস. আই নাজমুল হোসেন,এ এস আই রবিউল ও এ এস আই মো. ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স।

১৭ অক্টোবর বৃহষ্পতিবার উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের জহিরুল ইসলামের একটি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে শরীফ ও আ.হামিদ নামে দু’জনকে আটক করে।পরে তাদেরকে থানা পুলিশ আটক করে নিয়ে আসে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান,আটকৃতরা আন্ত:জেলা মোটর সাইকেল চোরাই চক্রের সদস্য। তাদেও বিরুদ্ধে স্ব-স্ব থানায় একাধিক মামলা রয়েছে।

মো.শিমুল হাছান, ১৯ অক্টোবর ২০১৯