Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ২০ বছরেও মেরামত হয়নি সড়ক : চরম জনদুর্ভোগে স্থানীয়দের মানববন্ধন
tulpai-charot-road

কচুয়ায় ২০ বছরেও মেরামত হয়নি সড়ক : চরম জনদুর্ভোগে স্থানীয়দের মানববন্ধন

চাঁদপুরের মতলব ও কচুয়া উপজেরার সীমান্তবর্তী কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সর্বশেষ সীমান্তবর্তী কান্দিরপাড় গ্রামের তুলপাই-চারটভাঙ্গা রাস্তার বেহাল দশা। বষায় টানা বৃষ্টিতে গর্তগুলো কাদা-পানিতে ভরপুর হয়ে জনদূর্ভোগে পরিণত হয়েছে।

এদিকে রাস্তাটি পাকাকরণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে বলে দাবি করে এলাকার কয়েক শতাধিক মুসল্লি জুমার নামাজে শেষে বৈরি আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে শুক্রবার (১২ জুলাই) আড়াইটা থেকে ৩ টা পর্যন্ত মানববন্ধন করেছেন।

২০০০ সালে তৎকালিন সরকার তুলপাই হতেত প্রসন্নকাপ গ্রামের পশ্চিমাংশ পর্যন্ত কাঁচা থেকে পাকা রাস্তায় উন্নিত করে। কিন্তু ওইসময় কান্দিরপাড় গ্রামের পূর্ব সীমানা হতে চারট ভাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তা পাকা না করে কাঁচা অবস্থায় রেখে যায়। বিগত বিগত ৩ বৎসর পূর্বেও সাথের পাকা রাস্তাটি সংস্কার করলেও কান্দিরপাড় অংশটুকুই কাঁচা অবস্থায় ফেলে রাখে কর্তৃপক্ষ।

এ রাস্তাটি উপজেলার তুলপাই, সহদেবপুর, ফতেপুর, প্রসন্নকাপ ও কান্দিরপাড় গ্রামের সহস্রাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। চারট ভাঙ্গা বাজারে যাতায়াতের একমাত্র পথ। শত শত স্কুল- কলেজের শিক্ষার্থীরাও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

prosonno-cup

সড়ক সংস্কারের দাবিতে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভুক্তভোগী মানুষের মানববন্ধন। ছবি- চাঁদপুর টাইমস

ওই এলাকার বাসিন্দা মানিক প্রধান জানান, বৃষ্টিপাত ও রাস্তার উভয় পাশের ডোবা ও পুকুরের ভাঙ্গনের কারনে রাস্তাটি সরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে সিএনজি, রিক্সা তো দূরের কথা হেঁটে যেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। মেরামতের প্রয়োজন। কিন্তু কর্তৃপক্ষের কেন সাড়া নেই ‘

স্থানীয় অপর বাসিন্দা শিক্ষানিবেশ আইনজীবী কামরুল হাসান বলেন, ‘বৃষ্টির দিনে এ রাস্তা দিয়ে শিক্ষার্থী, সাধারণ পথচারী ও বাজারের ক্রেতাসাধারণদের যাতায়াত প্রায়ই বন্ধ হয়ে যায় বললেই চলে। অসুস্থ অবস্থায় রোগীদের নিয়ে এ রাস্তায় চলাচল বিপদজনক। রাস্তার ভঙ্গুর দশার কারণে ইঞ্জিনচালিত কোনো যানবাহন প্রবেশ করতে রাজি হয় না।

ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে গ্রামীন রাস্তার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী গ্রাম হবে শহর বাস্তবায়ন করতে হলে আমি মনে করি এ রাস্তাটি দ্রুত পাকাকরণ প্রয়োজন ‘

এ বিষয়ে সাংসদ ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির বরাবর রাস্তাটির সংস্কার চেয়ে আবেদন পাঠানো হয়েছে বলে এ চেয়ারম্যান জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মুঠোফোনে জানান, আমার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এই রাস্তাটি অধিক গুরুত্বপূর্ন। স্থানীয়রা রাস্তাটি পাককরণের জন্য জোড় দাবী জানিয়েছে। তবে রাস্তাটি এলজিইডির আওতায় হওয়ায় ক্ষুদ্র বরাদ্দ দিয়ে পাককরণ সম্ভব নয়। তাই এলজিইডি অধিদপ্তর বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানাই।

কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, রাস্তাটি পাকাকরণে নতুন অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে নাম দেয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মুঠোফোনে জানান, আমার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এই রাস্তাটি অধিক গুরুত্বপূর্ন। স্থানীয়রা রাস্তাটি পাককরণের জন্য জোড় দাবী জানিয়েছে। তবে রাস্তাটি এলজিইডির আওতায় হওয়ায় ক্ষুদ্র বরাদ্দ দিয়ে পাককরণ সম্ভব নয়। তাই এলজিইডি অধিদপ্তর বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানাই।
কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, রাস্তাটি পাকাকরণে নতুন অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে নাম দেয়া হবে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১২ জুলাই ২০১৯