সাম্প্রতিক দেশজুড়ে পদ্মা সেতুতে রক্ত ও মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার প্রতিরোধ কল্পে সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং এ বুধবার (২৪ জুলা্ই) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম এ কথা বলেন।
তিনি অঅরো বলেন, ‘এ গুজবের জন্য বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বপ্রথম দুবাই থেকে ফজ বুকের মাধ্যমে এগুজবটি ছড়ানো হয়। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো গুজুজবের কারনণ ঘটেছে । এর কোনো ভিত্তি নেই। নেত্রকোনায় যে শিশুটির গলাকাট লাশ পাওয়া গেছে । সেই ঘটনাটিকে গুজব হিসেবে ছড়িয়ে দিতে চেস্টা করে। প্রকৃত ঘটানা হচ্ছে শিশুটির চাচা ধর্ষণ করার পরে প্রমাণ নষ্ট করতে শিশুটির গলা কেটে লাশ নদীতে ফেলে দেয়।’
তিনি বলেন,‘আমার এফতিতে ১১ তারিখে লেখাটি সাংবাদিকগণ স্থানীয় দৈনিক ও ওনলাইন পোর্টাল গুলোতে ব্যাপক প্রচার করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেস অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী,চাঁদপুর মডেল থানার ওসি মো.নাসিম উদ্দিন,ওসি তদন্ত মো.হারুনুর রশিদ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শরীফুল ইসলাস
২৪ জুলাই ২০১৯