১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সদর উপজেলা যুবলীগ।
শুক্রবার (৩০ আগস্ট) ১২ টায় সদর উপজেলা মিলনায়তনে বৃক্ষরোপণ পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.জে আর ওয়াদুদ টিপু বলেন,‘আমরা শাহাদত বার্ষিকীতে আল্লাহর কাছে মরহুম সকল রুহের মাগফিরাত কামনা করে দোয়া করি। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি অত্যান্ত প্রশংসনীয়। কারণ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা বির্নিমাণ। এ বৃক্ষ দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের রক্ষা করবে। শুধু গাছ রোপন করলে হবে না। গাছটিকে যত্ন নিয়ে বড় করতে হবে।’
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড.হুমায়ুন কবির সুমনের সভাপতিত্ব বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমার টুটুল।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো.তাজুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো.জিল্লুর রহমান জুয়েল,উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী,অ্যাড.সাইফুদ্দিন বাবু,পৌর আওয়ামীলীগ সদস্য আলমগীর খান,সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু,সদস্য মোরশেদ আলম,ইকবাল হোসেন পলাশ,আবুল হাসনাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, সেলিম মাল,শাহজাহান মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৪ টি ইউনিয়নে ১শ করে ১৪শ গাছের চারা রোপণের জন্য বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদন : মাজহারুল ইসলাম অনিক
৩০ আগস্ট ২০১৯