ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের শোল্লা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শনিবার (১৭ নভেম্বর ) বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মনির হোসেন মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী ।
সুবিদপুর ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি এসএম জসিম উদ্দিন আনসারী মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আযম পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগ নেতা মোস্তফা কামাল লিটন ঢালী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত মোল্লা, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাউছার হামিদ বাহার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মামুন মোল্লা, সহ-প্রবাসী
বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাছান মোল্লা প্রমুখ।
প্রসঙ্গত, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ব্লাড গ্রুপিং, রক্তদান সহায়তা, রমজানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ সহ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং শনিবার ১ শ’ ৫০ জন গরীব অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেন।
প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
১৭ নভেম্বর, ২০১৮ শনিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur