Home / চাঁদপুর / চাঁদপুরে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা
Dc SIR

চাঁদপুরে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা বিআরটিএ’র আয়োজনে পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন,ট্রাফিকসাইন ট্রাফিক সিগনাল সম্পর্কে ধারণাসহ সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ শ্লে¬াগানে সামনে রেখে রোববার ২৯ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলায়তনে এ কর্মশালা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন ,‘সচেতনভাবে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ একজন মানুষ দুর্ঘটনার কবলিত হলে তার পরিবারের জীবন যাপন কষ্ট হয়ে দাঁড়ায়। তাই সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য এর মাধ্যমে জানা যায়। যা জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভাল স্থান তৈরি করতে পারে। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে প্রশিক্ষণ নেয়া উচিৎ ।’

কর্মশালায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

মোটরযান পরিদর্শক রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন,‘চাঁদপুর সদর মডেল থানার ট্রাফিক কর্মকর্তা ইসরাফিল মজুমদার, কারিগরি সহকারি জিয়া উদ্দিন,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মুন্সী, জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমুখ।

আনোয়ারুল হক , ২৯ সেপ্টেম্বর ২০১৯