চাঁদপুরের কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয় ও মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৫ জুন) সকালে আইসিটি ভিত্তিক শিখন-শেখানো কার্যক্রম বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
পৃথকভাবে মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় ও পালাখাল উচ্চ বিদ্যালয়ে দ’ুটি ভেন্যুতে ৩ টি ব্যাচে ৬০ জন করে বিভিন্ন বিদ্যালয়ের ১শ ২০ জনের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হবে। মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৫টি ও পালাখাল উচ্চ বিদ্যালয় ভেন্যুতেসহ ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে সমন্বয়ারী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক মো.মামুনুর রশিদ ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক মাও. মো.মিজানুর রহমান।
আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়) চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১৫ জুনে আরম্ভ হওয়া প্রশিক্ষণটি আগামি ২৭ জুন সমাপ্ত হবে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
১৫ জুন ২০১৯