Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রাফিক পুলিশের দু’ঘণ্টার অভিযানে ৩৮ মামলা
traffic-sargent-mamla
অতিরিক্ত যাত্রী নিয়ে মোটর সাইকেল চালানোর দায়ে একজনকে জরিমানা করা হচ্ছে। ছবি : চাঁদপুর জেলা পুলিশ প্রেস মিডিয়া সেল

চাঁদপুরে ট্রাফিক পুলিশের দু’ঘণ্টার অভিযানে ৩৮ মামলা

চাঁদপুরে ট্রাফিক পুলিশের মাত্র ২ ঘন্টার অভিযানে মোট ৩৮ মামলার বিপরীতে অবৈধভাবে চলাচলকারী ১১টি সিএনজি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় মৌখিকভাবে আরো ৩৫ টি অবৈধ যানবাহনকে সতর্ক করা হয়।

শনিবার (২০ জুলাই) পুলিশ লাইন্সের সামনে বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টার এ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের টিআই ফয়সাল আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া অভিযান সহায়তা করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

অভিযান প্রসঙ্গেত, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের এটি নিয়মিত অভিযান। এখন থেকে এ অভিযান আরো জোরালো ভাবে করা হবে। আমরা শনিবার অভিযানে ৩৮ টি মোটরসাইকেল ও সিএনজি চালককে মামলা করা হয়েছে। এরমধ্যে ১১ টি সিএনজি ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া প্রায় ৩৫ টি মটরযানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

Police-Lines

চাঁদপুর পুলিশ লাইন্স (ফাইল ছবি)

তিনি আরো জানান, চাঁদপুরে ছটির দিনগুলোতে মটরসাইকেল ও বিভিন্ন মোটরযান আইন অমান্য করে থাকে। এজন্য আমরা ছুটির দিনগুলোতে গরুত্ব সহকারে অভিযান চালানো হবে। এ অভিযানে বিভিন্ন সরকারি মটরসাইকলেও রয়েছে। আমরা তাদেরকে প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেই। পরবর্তীতে এমন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম, ২০ জুলাই ২০১৯