সারাদেশ

ছিনতাইয়ের কবলে পড়া যাত্রীরা আজ দুবাই যাবেন

ছিনতাইচেষ্টার কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজের দুবাইগামী যাত্রীদের আজ সোমবার নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ সকালে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে।

প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। গতকাল সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মডেলের। ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটির দুবাইগামী যাত্রীদের গতকাল রাতেই তাঁদের গন্তব্যে পাঠানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। আজ তাঁদের দুবাই পাঠানো হবে।

বিমান সূত্র জানায়, দুবাইগামী যেসব যাত্রী ঢাকা থেকে উড়োজাহাজটিতে উঠেছিলেন, তাঁদের চট্টগ্রামের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। তাঁদের নিয়ে আজ দুবাই যাবে উড়োজাহাজ। এ ছাড়া চট্টগ্রাম থেকেও ফ্লাইটটিতে দুবাইগামী যাত্রী রয়েছেন। তাঁরাও আজ দুবাই যাবেন।

প্রাথমিকভাবে ছিনতাইকারীর নাম মাহাদী বলে জানা যায়। তাঁর পুরো পরিচয় পাওয়া যায়নি। উড়োজাহাজটি ছিনতাইচেষ্টার কারণও জানা যায়নি। (প্রথম আলো)

২৫ ফেব্রুয়ারি,২০১৯

Share